Image description

চট্টগ্রামের সীতাকুন্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ধান মাড়াই মেশিনকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে দুই শ্রমিক ঘটনাস্থলে নিহত হয় । রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা দিকে উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের সিরাজ ভুইয়া রাস্তার মাথায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেত্রকোণা জেলার কলমাকান্দা থানার হাপানিয়া গ্রামের মো.খোকন(৩০) ও মো.রানা(৩৫)।

হাইওয়ে পুলিশ জানায়, রবিার বিকালের দিকে চট্টগ্রাম থেকে শ্রমিক বহনকারী ধান মাড়াই মেশিন গাড়িটি নেত্রকোণা জেলার উদ্দেশ্যে যাচ্ছিল। উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের সিরাজভুইয়া রাস্তার মাথায় এলাকায় অতিক্রমকালে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই শ্রমিক নিহত হয়। হাইওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

কুমিরা হাইওয়ে থানার কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন,  শ্রমিক বহনকারী ধান মাড়াই মেশিন গাড়িটি চট্টগ্রাম থেকে নেত্রকোণা জেলার উদ্দেশ্যে যাচ্ছিল। সীতাকুণ্ড থানাধীন সিরাজ ভুইয়া রাস্তার মাথায় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে দুই জন শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়। গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মানবকণ্ঠ/এসআর