নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পাগলা বৌবাজার এলাকায় বন্ধুরা মিলে থার্টি ফার্স্ট নাইট উদযাপনের সময় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় মো. হৃদয় (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় সানী (২০) ও হামিম (১৮) নামে আরও দুই যুবক আহত হয়েছে।
বুধবার নববর্ষের প্রথম প্রহরে ঘটনাটি ঘটে। পরে রাত সোয়া ২টা নাগাদ গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক হৃদয় নামের যুবককে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই যুবকের জরুরি বিভাগের ৪ নং ওয়ার্ডের চিকিৎসা চলছে।
জানা যায়, নিহত হৃদয় নারায়ণগঞ্জের ফতুল্লা পাগলা বউবাজার এলাকার মো. হাবিবের ছেলে। তিনি পেশায় শ্রমিকের কাজ করতে বলে জানিয়েছেন স্বজনরা।
হৃদয়ের বন্ধু সাব্বির বলেন, ‘গতরাত সোয়া বারোটার দিকে নিজেদের এলাকায় আমরা কয়েকজন বন্ধু মিলে থার্টি ফার্স্ট নাইট পালন করছিলাম। এ সময় পূর্বশত্রুতার জেরে একই এলাকার ৭/৮জন যুবক এসে আমাদেরকে মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে হৃদয়সহ আমাদের তিন বন্ধু গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, হৃদয় আর বেঁচে নেই।’
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গতরাতে নারায়ণগঞ্জ থেকে রক্তাক্ত জখম অবস্থায় তিন যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা শেষে হৃদয় নামে তাদের একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই যুবকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
নিহত ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।
মানবকণ্ঠ/আরআই
Comments