গাজীপুরের জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি তৈরি পোশাক কারখানা আগামী ১ মে থেকে স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে কারখানার প্রধান ফটকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেখা যায়।
কারখানা বন্ধের কারণ হিসেবে বলা হয়, বাজার অস্থিতিশীলতা, ব্যাংকের সঙ্গে হিসাবের অমিল, কাঁচামালের অপর্যাপ্ততা ও উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতায় কারখানাগুলো স্থায়ীভাবে বন্ধ করা হবে।
নোটিসে আরো বলা হয়েছে, কারখানাগুলোতে কর্মরত সব শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের সব পাওনা কারখানা বন্ধের পর ৩০ কর্ম দিবসের মধ্যে ধাপে ধাপে পরিশোধ করা হবে।
এর আগে রোববার থেকে জরুন এলাকায় কেয়া গ্রুপের শ্রমিকরা নভেম্বরের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন।
কারখানার মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন বলেন, এর মধ্যে কয়েকটি ধাপে শ্রমিকদের সব পওনা শ্রমআইন অনুযায়ী পরিশোধ করা হবে।
মানবকণ্ঠ/এসআর
Comments