টাঙ্গাইলের ধনবাড়ীতে রাতের বেলায় বাড়ি বাড়ি গিয়ে অসহায় ছিন্নমূল শীতার্তদের মাঝে সরকারের দেয়া শীতবস্ত্র বিতরণ করে প্রশাসন। বৃহস্পতিবার(২রাজানুয়ারী)রাতে পৌরসভার বান্দ্রা ও চালাষ এলাকায় গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে শীতার্তদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ধনবাড়ী পৌরসভার পৌর প্রশাসক সায়েম ইমরান।।
এসময় ধনবাড়ী পৌর নির্বাহী কর্মকর্তা দেবাশীষ দাস, ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও সাংবাদিক পলাশ ইসলামসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/এসআর
Comments