Image description

বরিশালের উজিরপুর উপজেলায় মাদক ক্রয়-বিক্রয়ের সময় ৯ হাজার ৯০৩ পিচ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করে ডিবি পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার বামরাইল সাবেক ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে। 

আটক নারী মাদক কারবারি শান্তনা আক্তার(২৫) বরিশাল জেলার কাউনিয়া উপজেলার কাকাশুরা গ্রামের হাওলাদার বাড়ির মোঃ সুরুজ হাওলাদারের স্ত্রী ও মৃত হাসান সরদারের মেয়ে।

জেলা ডিবি পুলিশ জানায়,  শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে বরিশাল গোয়েন্দা শাখার এসআই কাজী ওবায়দুল কবীর, এএসআই রাজিব চন্দ্র পাল, মোঃ ইখতিয়ার খান,মোঃ জিয়াউল,মোঃ রিয়াজ,ইমরানুল হক ও মোসা. ফারজানা আক্তার নিশু মিলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উজিরপুর উপজেলার বামরাইল বন্দরের সাবেক ইউনিয়ন পরিষদের সম্মুখে মাদক ক্রয়-বিক্রয়ের সময় নারী মাদক কারবারি শান্তনা আক্তারকে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের খেলনা গাড়ির ভিতর থেকে ৯ হাজার ৯০৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। 

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, এই ঘটনায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত নারীর কারবারির বিরুদ্ধে মামলা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

মানবকণ্ঠ/এসআর