খুলনার কয়রায় ৩৪ কেজি হরিণের মাংসসহ মো. ইকবল মোড়ল নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার কালনা বাজার থেকে তাকে মাংসসহ আটক করা হয়।
আটক মো. ইকবল মোড়ল হলেন পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের মৃত আমিন উদ্দিন মোড়লের ছেলে।
কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক বলেন, সকালে কয়রার কালনা বাজার এলাকা দিয়ে হরিণের মাংস বোঝাই দুটি বস্তা নিয়ে মোটরসাইকেলে পার্শ্ববর্তী পাইকগাছা উপজেলার দিকে যাচ্ছিলেন ওই তরুণ। তবে আচরণ সন্দেহজনক মনে হলে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয় লোকজন। এ সময় বস্তা থেকে মাংসের রক্ত বাইরে বেরিয়ে আসায় লোকজন বস্তা খুলে ভেতরে হরিণের মাংস দেখতে পান। পরে স্থানীয় লোকজন তাঁকে পুলিশে সোপর্দ করে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে। আটক ইকবাল মোড়লকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মানবকণ্ঠ/এসআর
Comments