টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত ১৪ কনস্টেবলকে অব্যাহতি
টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণরত ১৪ কনস্টেবলকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে ওই ১৪ কনস্টেবলকে অব্যাহতি প্রদান করা হয়।
আদেশে বলা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে ২ জানুয়ারি অপরাহ্ণ হতে প্রশিক্ষণ থেকে স্থায়ীভাবে তাদের অব্যাহতি প্রদান করা হল।
এদিকে অব্যাহতি পাওয়া প্রশিক্ষণরত কনস্টেবলরা বৃহস্পতিবার রাতেই ট্রেনিং সেন্টার ত্যাগ করে যার যার বাড়িতে চলে যান বলে জানা গেছে।
পুলিশ ট্রেনিং সেন্টার সূত্রে জানা গেছে, গত ২৪ জুন থেকে ৫৪তম ব্যাচের টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ৭৯৩জনের ৬মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। এদের মধ্যে ৬জন অসুস্থ হওয়ায় তাদের বাদ দেয়া হয়। পরবর্তিতে ৭৮৭ জন কনস্টেবল প্রশিক্ষণ নিচ্ছেলেন। ১৯ ডিসেম্বর প্রশিক্ষণরত ট্রেইনি রিক্রুট কনস্টেবলের (টিআরসি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও সেটির তারিখ বাতিল করে ১২ জানুয়ারি করা হয়।
অ্যাডিশনাল ডিআইজি মাহফুজা আক্তারের স্বাক্ষরিত বাতিল হওয়া কুচকাওয়াজের চিঠিতে বলা হয়, 'বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রাপ্তদের ০৬ (ছয়) মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গত ২৪-০৬-২০২৪ তারিখ হতে ০৭ টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী; পুলিশ ট্রেনিং সেন্টার, (টাঙ্গাইল, নোয়াখালী, খুলনা, রংপুর); পিএসটিএস, বেতবুনিয়া, রাঙ্গামাটি ও এএসটিসি, খাগড়াছড়িতে চলমান রয়েছে। চলমান প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ গত ১৯ ডিসেম্বর ২০২৪ নির্ধারিত ছিল। সূত্রোক্ত স্মারক মূলে অনিবার্য কারণবশত: সমাপনী কুচকাওয়াজ সাময়িকভাবে স্থগিত করা হয়। উক্ত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ আগামী ১২ জানুয়ারি পুনঃ নির্ধারণ করা হয়েছে।"
অব্যাহতি পাওয়া কনস্টেবলরা জানান, ১৯১দিন প্রশিক্ষণ হয়েছে। ৭৮৭জন কনস্টেবলের প্রশিক্ষণ হয়েছে। পাসিং প্যারেড হওয়ার কথা থাকলেও সেটির তারিখ পরিবর্তন করা হয়েছে। আজকে হঠাৎ করে অব্যাহতির চিঠি দেয়া হয়। শৃঙ্খলা ভঙ্গের কোন কাজ না করেও আমাদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হল। আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ হওয়ায় অব্যাহতি দেয়া হয়েছে বলেও জানান তারা।
মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার সাহেদ মিয়া জানান, এই বিষয়ে পুলিশ হেডকোয়াটার ছাড়া আমরা কোন বক্তব্য দিতে পারবো না।
এই বিষয়ে টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমানের সাথে মোবাইলে বারবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
মানবকণ্ঠ/এসআর
Comments