Image description

কক্সবাজারের টেকনাফে ২ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আবদুর শুক্কুর (২১) নামে এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জেলেপাড়ার বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি, মিয়ানমারের মংডু টাউনশিপের নাফ ফোঁড়ার মৃত সালেহ আহমদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন, টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

তিনি বলেন, নাফ নদী পার হয়ে বাংলাদেশের সীমানায় বস্তা কাঁধে নিয়ে দুজন জেলেপাড়ার দিকে আসতে দেখেন বিজিবির সদস্যরা। বিজিবির টহল দল সংকেত দিলে বস্তা ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই দুজন। তাদের মধ্যে একজন ধরা পড়েছেন। ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, আটক ব্যক্তি মিয়ানমারের নাগরিক। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।