সিরাজগঞ্জে ট্রাকচাপায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছেন। রোববার(৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে সলঙ্গায় হাটিকুমরুল গোল চত্বরে দেশবন্ধু ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শিরা জানান, সলঙ্গা থানাধীন দেশবন্ধু ইন্ডাস্ট্রিয়াল পার্কের পশ্চিম পার্শ্বে গাইবান্ধা গুড ফুড হাইওয়ে হোটেলের সামনে বগুড়াগামী একটি ট্রাক অজ্ঞাত ওই নারীকে চাপা দিয়ে পালিয়ে যায়।
হাইওয়ে থানার ওসি আতাউর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
মানবকণ্ঠ/এসআর
Comments