Image description

দিনাজপুরের পার্বতীপুরে ডোবা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম। 

ওসি জানান, স্থানীয়রা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে পানিতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে জেলায় ক্রাইম সিন টিমকে খবর দেয়। 

ওসি আরও জানান, যুবকের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। এখনও তাঁর পরিচয় পওয়া যায়নি।  অনুমান করা হচ্ছে মরদেহটি তিন থেকে চার দিন আগের। ক্রাইম সিন টিম সকল তথ্য উপাত্থ সংগ্রহ করবে। এ বিষয়ে আইনগত বিষয় পক্রিয়াধীন। 

মানবকণ্ঠ/এসআর