Image description

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কের  ২নং লক্ষিপুর গ্রাম সংলগ্ন এলাকা হতে রক্তাক্ত অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোরে  মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট-তামাবিল হাইওয়ে রিজিয়নের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান।

নিহত ওই ব্যক্তি ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মৃত খালেক মিয়ার পুত্র সালাউদ্দিন (৩৫)। 

প্রাথমিকভাবে পুলিশ ধারণ করছে, সালাউদ্দিন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ বলেছে, শনিবার রাতে সালাউদ্দিন তাঁর চাচাতো বোনের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে রাতের খাবার শেষ করে বাংলা বাজারে ফেরার কথা ছিল তাঁর। ভোরে মহাসড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় সালাউদ্দিনের লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির মুখমণ্ডল থেঁতলানো অবস্থায় পাওয়া গেছে।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাস্থলে কোনো যানবাহন পাওয়া যায়নি।

মানবকণ্ঠ/এসআর