Image description

সিলেটের সুনামগঞ্জ সীমান্ত থেকে বিদেশি মদসহ ৩২ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। রবিবার বিজিবি সিলেট সেক্টরের ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (সুনামগঞ্জ) অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ব্যাটালিয়নের চিনাকান্দি বিওপিসহ সীমান্তের বিভিন্ন বিওপির বিজিবি টহল দল রবিবার ভোরারাত থেকে অভিযান চালিয়ে ৩৫৭ বোতল বিদেশি মদ, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৫টি গবাদি পশু (গরু), ১ হাজার কেজি জ্বালানী কয়লা,৩’শ কেজি কমলা, ৪২২৭ কেজি চিনি, ৩৫০ কেজি ফুসকা , একটি পিকআপ জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৩২ লাখ টাকা।

মানবকণ্ঠ/এসআর