Image description

বিএনপির ঢাকা বিভাগী কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দরা বিভিন্ন কথা বলতেছে। একমাস আর দুই মাসের আন্দোলনের কি সরকার পতন হয়েছে। হাসিনা পতনের আন্দোলন কি দুই মাসের আন্দোলন। বিগত ১৬-১৭ বছর ধরে তারেক রহমানের নির্দেশে এদেশের আপামর জনগণ ও বিএনপির নেতৃবৃন্দ স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল। সেই আন্দোলনের নাম গণতান্ত্রিক আন্দোলন। এবারের ২০২৪ সালের আন্দোলনের ঘোষক ও রূপকার জননেতা তারেক রহমান। আর ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 

শনিবার (৫ জানুয়ারি) বিকেলে আড়াইহাজার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে রাষ্ট্র মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এই আন্দোলনের একটা পার্ট (অংশ)। এই ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনের একটি বিশেষ পার্ট (অংশ) তারা। এই আন্দোলনে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা ছিল কারফিউ ভেঙে আমরা যদি মাঠে নামতে না পারি তাহলে যেন নিজ থেকে পদত্যাগ করতে হবে। দেশের কল্যাণে ও জাতির কল্যাণে তিনি অনেক কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। 

আগামী সংসদ নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণা করার আহবান জানিয়ে তিনি বলেন, আমি এই সরকারকে বলতে চাই। আপনারা অচিরেই নির্বাচনের রূপরেখা ঘোষণা করেন। এই বছর বা আগামী বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন হবে; এভাবে বললে হবে না। নির্দিষ্ট করে সময় বলতে হবে। আপনারা কবে নির্বাচন দেবেন নির্দিষ্ট করে তারিখ বলেন। কারণ এদেশের জনগণ গণতান্ত্রিক সরকার চায়। এ দেশের জনগণ তাদের ভোটে পছন্দমত নেতা ও সরকার নির্বাচিত করতে চায়। 

তিনি আরও বলেন, এখন অনেকে উল্টা পাল্টা কথা বলে। এসব শুনলে আমার কিন্তু হাসি পায়। একটি ইসলামিক দল আছে, আমি বলবো যারা উল্টা পাল্টা কথা বুঝানোর চেষ্টা করছেন, বাংলাদেশের জনগণ কিন্তু এতো বোকা না। দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এ দেশের জন্য কি করেছে তা সবাই জানে। 

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, চাঁদাবাজি ও লুটতরাজ করা যাবে না। মাদককে প্রশ্রয় দেওয়া যাবে না। অনৈতিক কোন প্রকার কাজ করা যাবে না। আমাদের নেতা জননেতা তারেক রহমান তা পছন্দ করেন না। আড়াইহাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কোন অন্যায় করবে না। এটা মাথায় রাখতে হবে। দেশের জন্য দেশের মানুষের জন্য ভালো ও কল্যাণকর কাজ করতে হবে। 

তিনি বলেন, খুনি হাসিনা পালিয়েছে। কিন্তু আমরা রাজপথে ছিলাম আমরা রাজপথে থাকবো। আমরা কখনো হাসিনার মতো পালিয়ে যাবো না। 

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিথীকা বিনতে হোসাইন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি মো. ইউসুফ আলী ভূইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদসহ প্রমুখ।

মানবকণ্ঠ/এসআরএস