Image description

ঘন কুয়াশার কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ৯টা ২৫ মিনিটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। 

এর আগে কুয়াশা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে সকাল ৬টা ১০ মিনিটের দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌপথে সকাল ৬টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে কুয়াশা কাটতে শুরু করলে ৯টা ২৫ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।

মানবকণ্ঠ/আরএইচটি