নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) সকালে পূর্বাচল উপশহরের ৫নং সেক্টরের গুতিয়াব প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, সকালে গুতিয়াব প্রাথমিক বিদ্যালয়ের পাশে অজ্ঞাত এক নারীর গলা কাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর লাশ উদ্ধার করে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন, রাতের যেকোনও সময় দুর্বৃত্তরা ২৫ থেকে ২৬ বছর বয়সের ওই নারীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর গুম করার উদ্দেশে এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহতের পরিচয় এখনো মেলেনি। পরিচয় শনাক্ত ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মানবকণ্ঠ/আরএইচটি
Comments