রাজধানীর মুগদায় অটোরিকশার সাথে মোটরসাইকেল সংর্ঘষে দুই জন নিহত হয়েছেন। তারা হচ্ছেন মোঃ আদিল আরহাম সিয়াম (১৮) ও অংশু( ১৭)। তারা দু'জনেই শিক্ষার্থী বলে জানা গেছে।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মান্ডার গ্রিন মডেল টাউনের ভিতরে এ দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় পৃথকভাবে তাদেরকে উদ্ধার করে রাত সাড়ে নয়টায় সিয়ামকে ও সাড়ে দশ টায় অংশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক তিনি বলেন মৃতদেহ দুটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মৃতের মামা আল আমিন বলেন, সিয়াম সকালে তার বন্ধুদের সাথে ঘুরতে বের হয়। আর বাসায় ফেরেনি। সন্ধ্যায় খবর পাই, সে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। পরে ঢামেক হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।
তিনি আরো বলেন সিয়াম তার অংশু নামের এক বন্ধুর সাথে তার মামার মোটরসাইকেলে নিয়ে ঘুরতে বের হয়েছিল। পরে দুর্ঘটনার শিকার হয়েছে।
মৃত সিয়াম দক্ষিণ মান্ডার স্থায়ী বাসিন্দা কসমেটিক ব্যবসায়ী মোঃ আকরাম হোসেনের ছেলে। একই এলাকার বাসিন্দা মো: উকিলের ছেলে অংশু।
মানবকণ্ঠ/আরআই
Comments