কুমিল্লার দেবিদ্বারে বালুবোঝাই ট্রাক্টর খাদে পড়ে চালক রুবেল মিয়া (৩০) নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টায় খলিলপুর গোমতী সেতুর দক্ষিণ পাড়ে এ দুর্ঘটনা হয়।
নিহত ট্রাক্টর চালক রুবেল মিয়া উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের খলিলপুর গ্রামের মৃত শাম মিয়ার বড় ছেলে।
স্থানীয়রা জানায়, ভোরে হামলাবাড়ি এলাকার বালুমহাল থেকে ভিটিবালু ট্রাক্টরে বোঝাই করে খলিলপুর এলাকায় যাওয়ার সময় খলিলপুর সেতুতে উঠার জন্য বামে বাঁক নেয় রুবেল। এসময় ট্রাক্টরটির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধ থেকে খাদে পড়ে যায় সে। এতে চালক রুবেল ছিটকে গিয়ে ট্রলির নিচে পড়লে তার মাথা থেতলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রুবেলের মা আলেয়া বেগম জানান, ভোরের দিকে রুবেল আমাকে ডাক দিয়ে বলে, ‘মা আমি কাজে যাই’, তারপর সাড়ে সাতটায় খবর পাই রুবেল ব্রিজের কাছে এক্সিডেন্ট করেছে। আমি সেখানে গিয়ে দেখি এলাকার লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেছে। পরে আমার ছেলের লাশ বাড়িতে নিয়ে আসছে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মো. ইলিয়াস বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মানবকণ্ঠ/এসআর
Comments