ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তে কোদলা নদীর প্রায় ৫ কিলোমিটার সীমান্ত উদ্ধার করেছে বিজিবি ৫৮ ব্যাটালিয়ন। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে মাটিলা সীমান্তের কোদলা নদীর পাড়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় মহেশপুর-৫৮ বিজিবি।
সংবাদ সম্মেলনে ৫৮-বিজিবি অধিনায়ক লে. কর্নেল আজিজুস শহীদ বলেন, মাটিলা সীমান্তের কোল ঘেঁষে কোদলা নদী বহমান। নদীর ৪.৮ কিলোমিটার বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে অবস্থিত। এতদিন বাংলাদেশের নাগরিকদের নদীতে কোন রকম কাজ কর্ম যেমন, মাছ ধরা বা প্রয়োজনীয় কাজ করতে বাধা দিতো। সম্প্রতি বিষয়টি উভয়পক্ষের আলোচনার মাধ্যমে বিজিবি বাংলাদেশের দখলদারত্ব প্রতিষ্ঠা করেছে।
এদিকে নদীটি উদ্ধারের পর সোমবার (৬ জানুয়ারি) দুপুরে মহেশপুরব্যাটালিয়নের অধিনায়ক স্থানীয় জনগনের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের সাথে মতবিনিময় করেছে বিজিবি।
উল্লেখ্য, ১৯৬১ সালে প্রনীত বাংলাদেশ-ভারত (স্টীপ ম্যাপ সীট নম্বর-৫১) মানচিত্র অনুসারে কোদলা নদীর উল্লেখিত ৪.৮ কিলোমিটার এলাকায় নদীটি সম্পুর্ণ বাংলাদেশ এর সীমান্তের শুন্য রেখার অভ্যন্তরে অবস্থিত।
মানবকণ্ঠ/এসআর
Comments