Image description

সাতক্ষীরার কলারোয়ায় ইউরেকা কমপ্লেক্স জামে মসজিদের ডিজিটাল বোর্ডে ভেসে উঠেছে ‘জয় বাংলা’ লেখা স্লোগান। এতে ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়েছে মুসল্লিরা। সোমবার (৬ জানুয়ারি) মাগরিবের নামাজের পর এ ঘটনা ঘটে।

জানা যায়, বোর্ডে পূর্বে শুধুমাত্র মসজিদের নাম লেখা উঠতো। তবে সেটির পরিবর্তে ‘জয় বাংলা’; ‘জয় বঙ্গবন্ধু’ ও ‘BD 71 Hacker’ লেখা প্রদর্শিত হয়েছে।

মুসল্লিরা জানান, মাগরিবের নামাজের পর লেখাটি নজরে আসে। তাৎক্ষণিকভাবে সেটি সরিয়ে ফেলা হয়েছে। তাদের ধারণা পূর্ব পরিকল্পিতভাবে কেউ কাজটি করেছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, আমি ঘটনাটি শুনেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই