Image description

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার এক আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি)  গভীর রাতে  পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

প্রবাসীর ভাই তানিম আশরাফি জানান, বুধবার(৮ জানুয়ারি)রাত আনুমানিক ২ টার দিকে ১৪/১৫ জনের একদল দুর্বৃত্ত পিক আপ গাড়ি নিয়ে বাড়ির দেয়াল টপকে ভেতরের গেইট ও দরজা ভেঙে  আমি ,আমার স্ত্রী এবং বাবাসহ বাড়ির লোকজনকে অস্ত্রের ভয় দেখিয়ে বেঁধে জিম্মি করে ঘরের কয়েকটি আলমিরা ভেঙ্গে নগদ ৩ লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণ লুট করে। পরে তামিম কৌশলে বাড়ির ছাদে উঠে লাফিয়ে বাইরে গিয়ে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুরবৃত্তরা পিকআপ গাড়ি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় হোসেনপুর-কটিয়াদি থানার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদের ধরতে পুলিশ তৎপরতা চালাবে।

মানবকণ্ঠ/এসআর