Image description

ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় দুইজন নিহত ও গুরুতর আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে শেরপুর-ময়মনসিংহ সড়কে উপজেলার ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন ময়মনসিংহ নগরীর দাপুনিয়া এলাকার বাসিন্দা আল আকসা (২৮)। নিহত অপরজনের বয়সও আনুমানিক ২৮। তার নাম পরিচয় এখনো জানা যায়নি।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বলেন, হালুয়াঘাট থেকে ভোরে মোটরসাইকেলে চেপে দুইজন ব্যক্তি ময়মনসিংহে তাদের বাসায় ফিরছিলেন। পতিমধ্যে ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে আসতেই সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুভর্তি একটি ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফাহাদ মাহমুদ ফারাবী নামের একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

ওসি বলেন, ঘন কুয়াশার মধ্যে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাকসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মানবকণ্ঠ/আরআই