Image description

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাসচাপায় মো. মাঈন উদ্দিন (৫০) নামে এক সবজি আড়তের শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কবিরহাট-বসুরহাট সড়কের করালিয়া সবজি আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাঈন উদ্দিন চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মজিবুল হকের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বসুরহাট সুপার পরিবহনের একটি বাস কবিরহাটের দিকে যাচ্ছিল। করালিয়া সবজি আড়তের সামনে মাঈন উদ্দিন পেঁয়াজের বস্তা মাথায় নিয়ে সড়কে বের হলে বেপরোয়া গতির বাসটি তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে, তবে চালক পালিয়ে যায়। 

স্থানীয়দের অভিযোগ, কবিরহাট-বসুরহাট সড়কে ফিটনেসবিহীন লোকাল বাসের সংখ্যা বেশি এবং কর্তৃপক্ষের নজরদারির অভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মোহাম্মদ ফৌজুল আজিম জানান, বাসটি জব্দ করা হয়েছে এবং নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মানবকণ্ঠ/এসআর