আন্দোলনে গুলির অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, জানেন না বাদী
রাজধানী ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে মো. আব্দুল্লাহ বাবু নামে এক ব্যক্তির চোখ হারান। এ ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালসহ ৮৪ জনের নাম উল্লেখসহ ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়।
তবে নাম উল্লেখ করা ৮৪ জন আসামির মধ্যে দৈনিক কালবেলার পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি মো. শামীম হোসেনকে ৫৮ নম্বর আমামি করা হয়েছে। কিন্তু এ বিষয়ে কিছুই জানেন না মামলার বাদী মো. আব্দুল বারিক শেখ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই রাজধানী ঢাকার যাত্রাবাড়ি থানা এলাকায় পুলিশের গুলিতে মো. আব্দুল্লাহ বাবু নামের এক ব্যক্তি আহত হয়। এ ঘটনায় আহত আব্দুল্লাহ বাবুর বাবা মো. আব্দুল বারিক শেখ বাদী হয়ে ৮৪ জনকে আসামি করে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি দায়ের করেছেন।
মামলার বাদী মোআব্দুল বারিক শেখ বলেন, ‘দৈনিক কালবেলার সাংবাদিক মো. শামীম হোসেনকে আমি চিনি না। আমি তার বিষয়ে কিছু জানিও না। আমার বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে নাম ঠিকানাগুলো সংগ্রহ করে এ মামলায় অভিযুক্তদের আসামি করেছি। শামীমের নাম-ঠিকানা কে দিয়েছে আমার একটু খোঁজ নিয়ে দেখতে হবে।
এ বিষয়ে সাংবাদিক মো. শামীম হোসেন বলেন, আমি একজন সংবাদকর্মী। আমি দৈনিক কালবেলা ও দৈনিক আজকের পত্রিকার পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি হিসেবে কাজ করে আসছি। মামলায় আমাকে যুবলীগ নেতা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি কখনোই কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না বর্তমানেও নেই। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ঢাকায় অবস্থান করি নাই। আমি আমার কর্মস্থল পাংশায় সার্বক্ষণিক অবস্থান করেছি। উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমাকে এ মামলায় আসামি করা হয়েছে।
এ বিষয়ে পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম.এ জিন্নাহ বলেন, দৈনিক কালবেলা’র পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি মো. শামীম হোসেনকে ঢাকার একটি রাজনৈতিক মামলায় আসামি করা হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় তীব্র নিন্দা জানাই। অবিলম্বে এ মামলা থেকে মো. শামীম হোসেনকে অব্যাহতি প্রদান করার জোর দাবি জানাচ্ছি।
মানবকণ্ঠ/এসআর
Comments