Image description

নোয়াখালীর হাতিয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে দুটি ইটভাটা সাময়িক বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় কৃষি জমি থেকে মাটি কেটে ব্যবহার করার অভিযোগে দুটি ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকালে উপজেলার তমরদ্দি ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার, সহকারী পরিচালক নুর হাসান সজিব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ বিভিন্ন অনিয়মের কারণে মেসার্স মনোয়ারা ব্রিক্স এর মালিক নিজাম উদ্দিন চৌধুরীকে এক লাখা টাকা ও মেসার্স এ.এ ব্রিক্ ফিল্ডের মালিক মো. আরিফ ও সোহেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার বলেন, এই দুটি ব্রিকফিল্ডে অভিযান করা হয়। এদের বৈধ কোনো কাগজ পত্র নেই। তারা কৃষি জমি ব্যবহার করে ইট তৈরি করে। পরিবেশ আইনে তাদেরকে জরিমানা ও অনুমোদন না থাকায় সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/এসআর