ফসলি জমি নষ্ট করে পুকুর খননের দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
নওগাঁর ধামইরহাটে ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে পুকুর খননের অভিযোগে আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার আড়ানগর ইউনিয়নের আবাদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গোপনসূত্রে খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এ সময় মাটি ও বালু মহল আইন ২০১০ এর ৪ (খ) ধারা ভঙ্গের দায়ে অভিযুক্ত আব্দুস সালাম গংদের ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, ফসলি জমিতে অবৈধভাবে মাটি খননের অভিযোগে মাটি ও বালু মহল আইন ২০১০ এর ৪ (খ) ধারায় অভিযুক্ত আব্দুস সালাম গংদের ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা থেকে এই ধরনের অভিযান অব্যহত থাকবে।
মানবকণ্ঠ/এসআর
Comments