Image description

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে । বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রথখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে । রাজৈর থানার ওসি মো. মাসুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন, মাদারীপুরের রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের লিয়াকত শেখের ছেলে  মুকুল শেখ (২৫) একই গ্রামের নুরু শেখের ছেলে তুহিন শেখ (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রথখোলা নামক স্থানে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাস ও ভাঙ্গাগামী একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয় । এসময় মোটরসাইকেল চালক তুহিন শেখ ও আরোহী মুকুল শেখ গুরুতর আহত হন । মুমূর্ষু অবস্থায় তাঁদের উদ্ধার করে রাজৈরের টেকেরহাট সিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করে । 

মানবকণ্ঠ/এসআর