Image description

নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম (৪৩) নামে এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শফিকুল ইসলাম জামালপুর সদর থানায় ‍উপপরিদর্শক পদে কর্মরত ছিলেন। তিনি উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও এলাকার রফিকুল ইসলামের ছেলে।

এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার পৌর শহরের পান মহল সংলগ্ন গলিতে তাকে কুপিয়ে জখম করে দুর্বত্তরা। 
 
পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান অবস্থা আশঙ্কাজনক হওয়াতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
নিহত পুলিশ সদস্যের ছেলে রাফিউল ইসলাম জানায়, ছুটিতে বাড়ি গিয়েছিলেন শফিকুল ইসলাম। তার বাবার সাথে কারো কোনো বিরোধ নেই বলেও জানান তিনি।
 
বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, সংবাদ পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।

ঘটনার সিসিটিভি ফুটেজসহ আলামত সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। 

মানবকণ্ঠ/এসআরএস