Image description

দক্ষিণ চট্টগ্রামের পিএবি সড়কে বাবার সঙ্গে বেড়াতে গিয়ে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে পটিয়ার মো. নাফিজ উদ্দিন তাহমিদ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় আরো দুজন আহত হয়েছেন।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পারকি সৈকত থেকে মোটরসাইকেলে পটিয়ার বাড়িতে ফেরার পথে কর্ণফুলী উপজেলার শাহমীরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহমিদ পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার হাজী পাড়ার নেজাম উদ্দিনের ছেলে বলে জানা যায়।

এসময় দূর্ঘটনায় নিহতের বাবা নেজাম উদ্দিন (৪০) ও আরেক ভাই নাহিদুল ইসলাম তাসকিন (৬) আহত হয়েছে। নিহত তাহমিদ স্থানীয় কৈয়গ্রাম সিদ্দিকী আকবর (রা.) মাদরাসার ৫ম শ্রেণির ছাত্র। তারা দুই ভাই।শনিবার বেলা ১১টায় কৈয়গ্রাম এলাকায় নামাজে জানাজা শেষে দাফন করা হবে।
 
কর্ণফুলী শাহমীরপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবদুল গফুর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটির চালক কৌশলে পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।

নিহত তাহমিদের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ছুটির দিনে দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে পারকি সৈকতে ঘুরতে গিয়েছিলেন বাবা নেজাম উদ্দিন। সন্ধ্যায় বাড়ি ফেরার পথেই সড়ক দুর্ঘটনায় তাহমিদ ঘটনাস্থলেই মারা যান।

গত তিন বছর আগেও তাহমিদের আরেক বোন পানিতে ডুবে মারা যায়। তাহমিদের মৃত্যুতে কৈয়গ্রাম এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/আরআই