Image description

খাগড়াছড়ি জেলা সদরের বিজয় মেলা থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় সাহ্লাপ্রু মারমা (২০) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আলুটিলা ব্যাঙমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহ্লাপ্রু মারমা খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার রাঙ্গাপানি ধ্যাইজ্জাপাড়া এলাকার আপ্রুমং মারমার ছেলে এবং মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলা সদরের বিজয় মেলা থেকে রাত ১২টার দিকে সাহ্লাপ্রু মারমা ও তার আরেক বন্ধু মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে আলুটিলার ব্যাঙমারা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের উল্টে যায়। মোটরসাইকেল থাকায় দুজনে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। আনুমানিক রাত ২ টায় দিকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই সাহ্লাপ্রু মারমার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মা‌টিরাঙ্গা থানার ওসি মো. তৌ‌ফিকুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

মানবকণ্ঠ/এসআর