নাটোরে সিএনজি-অটোরিকশা থেকে চাঁদা নেয়ার সময় বিএনপি নেতাসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার বিকেলে সিংড়া উপজেলার জামতলী বাসস্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি জিয়ারুল প্রামাণিক ও তার ভাতিজা আসিফ আলী।
পুলিশ জানায়, উপজেলার জামতলী বাসস্ট্যান্ডে দীর্ঘদিন থেকে আখের শরবত বিক্রি করছেন তেরবাড়িয়া গ্রামের ইউনুস আলী। তার কাছ থেকে প্রতিদিন ১০০ টাকা করে চাঁদা নেয় চৌগ্রাম ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি তেরবাড়িয়া গ্রামের জিয়ারুল প্রামাণিক ও তার ভাতিজা আসিফ আলী। চাঁদা দিতে না পেরে বাধ্য হয়ে প্রায় ১ মাস ধরে শরবতের ব্যবসা বন্ধ করেছে ইউনুস আলী। শুক্রবার বিকেলে তাকে দেখতে পেয়ে চাঁদা দিয়ে পুনরায় ব্যবসা শুরু করার কথা বলে বিএনপি নেতা জিয়ারুল। এছাড়াও সিএনজিচালক জিয়ার কাছ থেকে ২০ টাকা চাঁদা নেয় বিএনপি নেতা জিয়ারুল প্রামাণিক ও আসিফ আলী। বিষয়টি সেনাবাহিনীর টহল দলকে জানালে চাঁদার টাকাসহ তাদেরকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করা হয়। পরে রাতেই শরবত বিক্রেতা ইউনুস আলী বাদী হয়ে দুজনের নামে সিংড়া থানায় মামলা করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, সিএনজি থেকে চাঁদাবাজি করার সময় সেনাবাহিনী দুজনকে আটক করে থানায় সোপর্দ করে। পরে তাদের নামে মামলা হয়। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
মানবকণ্ঠ/এসআর
Comments