Image description

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় রেলপথের ওপর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ট্রেনে কাটা পড়লেও ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে দুর্ঘটনা হিসেবে দেখাতে রেলপথে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত রেলওয়ে স্টেশনের পাশে মালিগাঁও রেলঘুমটি এলাকায় রেলপথের ওপরে খণ্ডবিখণ্ড লাশ দেখে আটোয়ারী থানা-পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। দুপুর পর্যন্ত দিনাজপুর রেলওয়ে পুলিশ (জিআরপি) লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে। নিহত নারীর পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা কাজ করছেন।

মঙ্গলবার ভোরে রাজশাহী থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ওই নারী খণ্ডবিখণ্ড হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। লাশ পড়ে থাকার স্থান থেকে প্রায় ৩০ গজ পূর্বে একটি গাছের নিচে জমাট বাঁধা রক্ত দেখা যায়। এ সময় সেখান থেকে নারীদের ব্যবহৃত একটি পায়জামা ও একটি ছোট ছুরি জব্দ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু জাহেদ বলেন, সকালে মালিগাঁও রেলঘুমটি এলাকায় রেলপথে এক নারীর খণ্ডিত লাশ দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে ঘটনাস্থলে আটোয়ারী থানা-পুলিশ এসে রেলওয়ে পুলিশের দিনাজপুর থানায় খবর দেয়। তিনি বলেন, ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। এমনকি দুপুর পর্যন্ত তাঁর খোঁজে কেউ আসেননি। আশপাশের এলাকার কোনো নারী নিখোঁজ হওয়ারও খবর পাওয়া যায়নি।

দুপুরে পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) রুনা লায়লা বলেন, খবর পেয়ে তাঁরা যান। ট্রেনে কাটা পড়ে লাশটি টুকরা টুকরা হয়ে যাওয়ায় সহজে কেউ চিনতে পারছেন না। অজ্ঞাতপরিচয় ওই নারীর লাশ পাওয়ার স্থান থেকে কিছুটা দূরে রক্ত দেখা গেছে। সেখান থেকে একটি পায়জামা ও একটি ছোট ছুরি জব্দ করা হয়েছে। ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি দুর্ঘটনা হিসেবে দেখাতে ট্রেনের নিচে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। লাশের পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইয়ের সদস্যরা কাজ করছেন। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মানবকণ্ঠ/আরআই