Image description

কয়েকদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও শৈত্যপ্রবাহে আবারও তাপমাত্রা কমেছে উত্তরের জেলা পঞ্চগড়ে। তীব্র শীতের কারণে স্থানীয় বাসিন্দাদের জনজীবনে কিছুটা অস্বস্তি লক্ষ্য করা গেছে। বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় তেঁতুলিয়ায় ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী দুদিন সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ধীরে ধীরে রাত ও দিনের তাপমাত্রা কমার সম্ভাবনাও জানানো হয়।

এদিকে, শীতের কারণে খেটে খাওয়া মানুষদের দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটছে। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে।

আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মানবকণ্ঠ/আরআই