ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পঞ্চবটি লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলার পৌর এলাকার ২নং ওয়ার্ডের এই চুরির ঘটনা ঘটে। নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আশ্রমের পুরোহিত সুরঞ্জিত চক্রবর্তীর বলেন, আমি প্রতিদিনের মতো রাতে বাবার পুজো দিয়ে ঘুমিয়ে যাই। ভোর রাত আনুমানিক ৪টা থেকে ৫টার দিকে সংঘবদ্ধ দুইজন চোর আশ্রমের পশ্চিম দিক দিয়ে বেড়া ভেঙ্গে লোকনাথ বাবার মন্দিরে প্রবেশ করে তিনটি দানবাক্সর মধ্যে দুটির
তালা ভেঙ্গে টাকা নিয়ে যায় এবং একটি দান বক্সের তালা ভাঙ্গতে না পেরে পুরো দানবাক্সটি কাঁধে তুলে নিয়ে যায়। যা মন্দিরের সিসি টিভির ফোটেজে দেখা যায়। এছাড়াও লোকনাথ বাবার গলায় স্বর্ণের চেইনসহ মন্দিরে থাকা অনেক মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়, যার আনুমানিক মূল্য তিন থেকে চার লক্ষ টাকা হবে।
স্থানীয়রা জানান,আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এলাকায় প্রায়ই চোরির ঘটনা ঘটছে,তারই ধারাবাহিকতা লোকনাথ বাবার আশ্রমেও চুরির ঘটনা ঘটে। এতে করে স্থানীয় মানুষসহ হিন্দুরা আতঙ্কে রয়েছে।
লোকনাথ আশ্রমের সভাপতি সমর বনিক জানান, তিনটি দানবাক্সের কয়েক মাসের জমানো টাকা ও স্বর্ণ সহ মন্দিরে থাকা বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় চোরের দল। সিসি টিভির ফুটেজে দুজন চোরকে সরাসরি দেখা গেছে। আশা করি নবীনগর থানা পুলিশ চোরকে ধরতে পারবেন।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চুরি ঘটনার আলামত সংগ্রহ করেছি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
মানবকণ্ঠ/এসআর
Comments