Image description

জামালপুরের মাদারগঞ্জে মাছ ব্যবসায়ী ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার মাদারগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন মাছ ব্যবসায়ী ছাত্রদল নেতা জান্নাতুল ফেরদৌস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারগঞ্জ থানা মোড় এলাকায় মৎস্য আড়তে মাছের ব্যবসায়ী ইউসুফ আলীর ছেলে জান্নাতুল ফেরদৌস ও প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আনন্দ ও বিজয় এ বিষয়ে সমঝোতার জন্য কথা বলতে যান।

পরে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। তারপর সেখান থেকে বিজয় ও রুমন চলে আসেন। এ ঘটনার পর মাছ ব্যবসায়ী ইউসুফ আলী মাদারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মাছ ব্যবসায়ী ছাত্রদল নেতা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আমি ছোট থেকেই ছাত্রদল করে আসতেছি।

সামনে যুবদলে ঢুকবো। বৃহস্পতিবার দুপুরে মাস বিক্রি শেষে টাকা নিয়ে বাড়ি দিক চলে যাবো। এমন সময় কয়েকজন এসে আমাকে আঘাত করে। তখন তাদেরকে চিনতে পারিনি।

পরে তাদেরকে চিনেছি। এদের মধ্যে বিজয় ও রুমনকে চিনেছি, তারা নাকি সমন্বয়ক।’

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার যুগ্ম সদস্যসচিব ওমর ফয়সাল বলেন, ‘জান্নাতুল ফেরদৌস ছাত্রদলের নেতা। ইউসুফ আলী ও তার ছেলে তার বাড়ির পাশে এক লোকের সঙ্গে ঝগড়া করছিল। পরে বিজয় ও রুমন সমঝোতা করার জন্য গিয়েছিল।

এ ঘটনায় বিজয়ী ও রুমনসহ কয়েকজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছেন।’

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন বলেন, ‘এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষ না হলে আগেই কিছু বলা যাচ্ছে না।’

মানবকণ্ঠ/এসআরএস