ফরিদপুরের নগরকান্দায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় ধাওয়া পালটা-ধাওয়া ও সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত কয়েকজন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার রাতে ও শনিবার সকালে উপজেলার ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামের লোকজনের সঙ্গে নগরকান্দা পৌরসভার মিরাকান্দা গ্রামের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ঘে জড়ান। দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পালটা-ধাওয়া ও সংঘর্ষের সময় বেশ কয়েকটি দোকান ও বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, সলিথা মাদ্রাসায় শুক্রবার রাতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মিরাকান্দা ও সলিথা গ্রামবাসীর মধ্যে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া পালটা-ধাওয়া ও উত্তেজনা সৃষ্টি হয়। পরে রাতেই দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। পরদিন শনিবার ভোরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশিয় অস্ত্র নিয়ে তারা পুনরায় সংঘর্ষে জড়ায়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে শুক্রবার রাতে ও শনিবার সকালে দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
Comments