Image description

কুষ্টিয়ায় মিরপুরে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে রামদা ও ছুরি উদ্ধার করা হয়। শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার কাকিলাদহ ফাড়ি পুলিশ রাধানগর-দর্গাপাড়াগামী রোডের মধ্যবর্তী গলাকাটা নামক স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। 

আটককৃত ডাকাত দলের সদস্যরা হলো-মেহেরপুর সদর থানার বামনপাড়া এলাকার কিবরিয়া মুন্সী (২৭), রাধাকান্তপুর এলাকার জয়নাল আবেদীন (২৩), চকশ্যামনগর এলাকার আশিক (২১), সুজন মিয়া (২০) ও রাজাপুর এলাকার গোলাম সারোয়ার (২৪)। এছাড়াও উক্ত ঘটনায় স্থানীয় দুজন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। 

কাকিলাদহ ফাড়ির ইনচার্জ তাহমুদুল ইসলাম বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবর পেয়ে আমিসহ পুলিশ ফোর্স রাধানগর-দর্গাপাড়াগামী রোডের মধ্যবর্তী গলাকাটা নামক স্থানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের দুই জন সদস্য পালিয়ে গেলেও পাঁচজন ডাকাতকে হাতে নাতে ধরে ফেলি।

তাদের নিকট থেকে একটি বড় রামদা,একটি ছোট রামদা,একটি ছুরি ও দড়ি উদ্ধারসহ একটি ইঞ্জিন চালিত নসিমন উদ্ধার করা হয়। আটককৃতদের রাতেই থানাতে সোপর্দ করা হয়। এ ঘটনায় ৭ জনের নামে থানাতে একটি মামলা দায়ের করা হয়েছে।

মিরপুর থানার অফিসার্স ইনচার্জ মমিনুল ইসলাম জানান, পুলিশের অভিযানে পাঁচজন ডাকাতকে আটক করা হয়েছে। তাদের বাকিদেরও আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি। 

মানবকণ্ঠ/এসআর