খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চলতি মাসে চিকিৎসাধীন অবস্থায় ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিউমোনিয়ায় মারা গেছে ৫ জন। রোববার (১৯ জানুয়ারি) দুপুরে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা এ তথ্য নিশ্চিত করেন।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল ঘুরে দেখা গেছে, হাসপাতালে ভর্তি রয়েছে ১৪ জন শিশু। এই শিশুদের অনেকেই সর্দি, কাশিসহ নিউমোনিয়ায় আক্রান্ত।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ডিসেম্বর মাসে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ২০৩ জন শিশু। এর মধ্যে ১৪ জন শিশু মারা গেছে। যার মধ্যে ৪ জন শিশু নিউমোনিয়া আক্রান্ত ছিল। চলতি মাসের ১৯ জানুয়ারি পর্যন্ত ১৫৯ জন শিশু হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এ পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৫ জন শিশু নিউমোনিয়া আক্রান্ত ছিল।
জেলা সদর উপজেলার ভুয়াছড়ি এলাকার বাসিন্দা শাহনাজ পারভীন জানান, ঠাণ্ডাজনিত রোগে অসুস্থ সন্তান নিয়ে গত চার দিন ধরে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে কাশি একটু কমেছে। চিকিৎসা চলছে।
Comments