বেনজীরের ক্যাশিয়ার খ্যাত জমিসের শাস্তির দাবিতে উত্তাল কক্সবাজার
বাংলাদেশ পুলিশের সাবেক প্রধান বেনজীর আহমদের ক্যাশিয়ার খ্যাত জসিম উদ্দিনের শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে কক্সবাজার। কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রিয় মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলের নামে জসিমের মিথ্যা কুৎসা রটানোর প্রতিবাদে সোমবার দ্বিতীয় দিনের মতো বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বিএনপিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠণ।
এসব কর্মসূচিতে জসিমকে একজন বিশ্বমানের প্রতারক আখ্যা দিয়ে পর্যটন শিল্পের জন্য হুমকি বলে মন্তব্য করা হয়েছে। তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়ে কক্সবাজারের অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে স্মারকলিপি : সোমবার বেলা ১২ টার দিকে বাটপাড় জসিম সহ ৩ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রদান করেন বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনের হাতে প্রদান করা স্মারকলিপিতে জসীম উদ্দীন ছাড়াও চট্টগ্রাম প্রতিদিন নামের ডিজিটাল অনিবন্ধিত নিউজ পেইজের সম্পাদক ও রিপোর্টারকে অভিযুক্ত করা হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়েছে, জসিম একজন সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ ও প্রতারক প্রকৃতির লোক। বিগত স্বৈরাচারী খুনি হাসিনা সরকার ও আওয়ামী লীগের সক্রিয় দোসর এবং দুর্নীতিবাজ সাবেক আইজিপি বেনজীর আহমেদের ব্যক্তিগত ক্যাশিয়ার। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সমালোচিত বিভিন্ন মন্ত্রীদের ঘনিষ্ট চর হওয়ায় দেশের প্রচলিত আইন কানুনকে মোটেও তোয়াক্কা করে না। বিগত সরকারের আমলে বিভিন্ন অপরাধ, জালজালিয়াতি, অবৈধ জবর দখল ও দুর্নীতির সাথে যুক্ত ছিলেন এই জসিম। গত ১৮ জানুয়ারি জসিমের সহযোগিতায় অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল “চট্টগ্রাম প্রতিদিন ডিজিটাল” থেকে কক্সবাজার ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক জনাব লুৎফুর রহমান কাজলের মানহানীকর ভূঁয়া নিউজ প্রচার করান। যা মিথ্যা অপপ্রচার সাথে কিছু না।
প্রকৃত ঘটনার হিসেবে স্মারকলিপিতে লেখা হয়েছে, জসিমের ভাই মাসুদ ও আত্মীয়স্বজন গত ২৪ ডিসেম্বর কক্সবাজারের হোটেল রামাদা নিয়ে সৃষ্ট জটিলতা নিরশন ও উক্ত হোটেলের বিষয়ে বিভিন্ন মামলা থেকে জসিমকে জামিনে মুক্তি করার জন্য কক্সবাজার ৩ আসনের সাবেক সংসদ সদস্য জনাব লুৎফুর রহমান কাজলের সহযোগিতা চান। কাজলও মানবিক কারণে উক্ত বিষয়টি মধ্যস্থতার উদ্যোগ গ্রহণ করে। এতে উভয় পক্ষ ও পক্ষদ্বয়ের প্রতিনিধির সমন্বয়ে বিষয়টি আপোষে নিষ্পত্তি করে দেন। আপোষের কারণে জসিম জেল হাজত থেকে বের হন। আর জমিনে মুক্ত হওয়ার পর জসিম আবারও প্রতারণা শুরু কনে। যার কারণে লুৎফুর রহমান কাজলের নাম উল্লেখ করিয়া মিথ্যা ও বানোয়াট সাজানো গল্প উপস্থাপন করে একটি সংবাদ প্রচার করা হয়। স্বারকলিপিতে অভিযুক্তদের বিরুদ্ধে অতিদ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযুদ্ধা আবদুল মাবুদ, ব্যবসায়ী ছৈয়দ নুর সওদাগর, অ্যাডভোকেট আব্দুল্লাহ, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সরওয়ার রোমন, অ্যাডভোকেট সাইফুল্লাহ নুর, অ্যাডভোকেট মনির উদ্দিন, হারুনুর রশিদ, নুরুল আমিন, অ্যাডভোকেট আরিফ, মোতাহের হোসেন, কানন বড়ুয়া বিশাল, মিজানুল আলম, ফারুক আজম প্রমুখ।
রামুতে বিএনপির বিক্ষোভ মিছিল : বেনজীরের ক্যাশিয়ার খ্যাত জসিম উদ্দিনের শাস্তির দাবিতে সোমবার সকালে বিক্ষোভ মিছিল করে কক্সবাজারের রামু উপজেলা বিএনপিসহ অঙ্গ সহযোগি সংগঠণের নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিলটি রামুর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বরে সমাবেশ করেছে।
সমাবেশে বক্তারা বলেছেন, কক্সবাজারের পর্যটন শিল্পের সংশ্লিষ্ট একটি বিষয় নিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল উভয় পক্ষের মধ্যে বিরোধের মীমাংসা করার উদ্যোগ নিয়ে ছিলেন। এতে জমিসের কুৎসার শিকার হয়েছেন কক্সবাজার ৩ আসনের সাবেক এই সংসদ সদস্য। এই প্রতারক কক্সবাজারের পর্যটন শিল্পের জন্য অত্যন্ত হুমকি। ইতিমধ্যে জসিমের বিরুদ্ধে অসংখ্যা প্রতিষ্ঠান দখলের অভিযোগ রয়েছে। এই জসিম কক্সবাজারে আসলে পর্যটন শিল্পের জন্য ক্ষতি হবে মন্তব্য করে বক্তরা তাকে কক্সবাজারে অবাঞ্চিত ঘোষণা করেন এবং গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।
রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদের সভাপতিত্বে সদস্য সচিব আবুল বশর বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, কক্সবাজারের একমাত্র ক্লিন ও সৎ রাজনীতিবিদ জনপ্রিয়তার শীর্ষে থাকা জননেতা লুৎফুর রহমান কাজলের বিরোদ্ধে ষড়যন্ত্র ও কুটসা রটনা জনগণ মেনে নেবে না। জসিমকে আগামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে কক্সবাজার অচল করে দেয়া হবে।
সমাবেশে বক্তব্যে রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবাল, বিএনপি নেতা ফোরকান আহমদ, ফয়সাল কাদের, ফরিদুল আলম, ছৈয়দ আলম, কাজী এম আবদুল্লাহ আল মামুন, আবদুল আলিম, শাহনুর উদ্দিন বাবু, মঞ্জুর আলম, আবদুর রহিম, জয়নাল আবেদীন বাবু, রামু উপজেলা উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ারুল হক সিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনছারুল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক ছানা উল্লাহ সেলিম, যুগ্ম আহবায়ক নুরুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেকদলের আহ্বায়ক শাহাজান লুতু, সদস্য সচিব এরশাদ উল্লাহ প্রমুখ।
শ্রীম্প হ্যাচারী অ্যঅসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর প্রতিবাদ সভা : কেন্দ্রীয় বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদের সভা করেছে শ্রীম্প হ্যাচারী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব)। রোববার রাতে কক্সবাজার শহরের কলাতলিস্থ সেব কার্যালয়ের এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সেব ভাইস প্রেসিডেন্ট শাহেদ আলী বলেন, শনিবার চট্টগ্রাম প্রতিদিন ডিজিটাল নামে একটি ওয়েব সাইটে লুৎফর রহমান কাজলকে নিয়ে মানহানিকর, মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে। যেখানে উল্লেখ করা হয় কক্সবাজার শহরের তারকা মানের হোটেল রামাদা রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিক এর সহযোগিতায় দখলে নিতে চেষ্টা করছে। যা মিথ্যা।
তিনি বলেন, কক্সবাজারের কলাতলিতে অবস্থিত হোটেল রামাদা নিয়ে সৃষ্ট সমস্যা নিরসনের উদ্যোগ গ্রহণ করেন সেব-এর সভাপতি লুৎফর রহমান কাজল। তিনি বিবাদমান দুই পক্ষের আপোষে বিষয়টি নিষ্পত্তি করেন। এই আপোষ মীমাংসাকে প্রশ্নবিদ্ধ করার জন্য পতিত স্বৈরাচার সরকারের অন্যতম দোষর ও অন্যতম দুর্নীতিবাজ সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের অন্যতম সহযোগী জসিম উদ্দিন সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে। এই সময় বক্তব্য রাখেন সেব-এর কোষাধ্যক্ষ আনিসুর রহমান, সিনিয়র সদস্য ভুলু চৌধুরী প্রমুখ।
Comments