Image description

সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের তিনদিন পর যমুনার শাখা নদী থেকে আবু বক্কার সিদ্দিক (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার মেঘুল্লা গ্রামের যমুনার শাখা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক এই তথ্য নিশ্চিত করেন। 

আবু বক্কার সিদ্দিক একই উপজেলার চালা গ্রামের শাহীন আব্দুল্লাহ'র ছেলে ও স্থানীয় হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।

আব্দুল বারিক জানান, শিশু আবু বক্কার সিদ্দিক মাদ্রাসায় পড়াশোনা করতো। সে গত শুক্রবার সকালে নিজ বাড়িতে আসে। এরপর বিকেলে রাতের খাবার নিয়ে বাইসাইকেলযোগে আবারও মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়। কিন্তু এরপর সে আর মাদ্রাসা ও বাড়িতে ফেরেনি। পরে স্বজনরা তার সন্ধান না পেয়ে শনিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে আজ সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নৌ-পুলিশ তদন্ত করবে বলে তিনি জানান।

সিরাজগঞ্জ সদর নৌ পুলিশের উপ-পরিদর্শক আলতাফ হোসেন বলেন, বেলকুচি থানা পুলিশের সহযোগিতায় আবু বক্কার সিদ্দিক নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ মরদেহটি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। এ ঘটনায় বেলকুচি থানায় মামলার প্রস্তুতি চলছে।

মানবকণ্ঠ/এসআর