Image description

ফেসবুক লাইভে এসে বিষপান করেছেন ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য তরিকুল ইসলাম তারেক (২৩)। তারেক চট্টগ্রামের চাঁদপুরে একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন বলে জানা যায়। চাকরিতে অসন্তোষের কারণে তিনি এমনটা ঘটিয়েছেন বলে জানিয়েছে তাঁর আত্মীয়-স্বজনরা। 

সোমবার বিকেল ৩টার দিকে তাঁর ব্যক্তিগত ফেসবুকে ১২ মিনিট ১৭ সেকেন্ডের লাইভে তিনি এ বিষপান করেন।

ফেসবুকে ওই লাইভে তিনি বলেন, ‘আমার কথায় ও কাজে কেউ যদি কোনো ধরনের কষ্ট পেয়ে থাকেন, আমাকে মাফ করে দেবেন এবং আমার কাছে অনেকে টাকা পয়সা পাবেন বাজারে, স্ট্যান্ডের দোকানিরা অবশ্যই আমার পরিবার কাছে বলবেন, তারা পরিশোধ করে দেবে। আমার রাজনৈতিক বন্ধুদের সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করে থাকলে সবাই আমাকে মাফ করে দেবেন।’

তাঁর ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা যায়, তারেক লাইভের আশার ১ ঘণ্টা আগেও ফেসবুকে কয়েকটি লেখা আপলোড করেছেন। সেই লেখাগুলো ছিল এমন–‘আমি ক্ষমার যোগ্য না। আমাকে সবাই মাফ করে দেবেন, জীবনে সুখী হতে পারলাম না।’

তারেক ঝালকাঠির রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালি গ্রামের প্রয়াত মজনু সিকদারের ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট।

এ বিষয়ে তারেকের চাচাতো ভাই গিয়াস ও তামিম জানান, ‘তারেক দীর্ঘদিন ধরে বাড়ি নেই। আমাদের সাথে কোনো ধরনের যোগযোগ নেই। শুনেছি চাঁদপুরের একটি এনজিওতে চাকরি করে। তাদের ঘরে কেউই থাকে না।’

বিষ খাওয়ার কারণ জানতে চাইলে তারা বলেন, লোকমুখে শুনেছি ও ফেসবুকে দেখলাম বিষপান করছে। যতটুকু জেনেছি বিষ খাওয়ার পরে চাঁদপুর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

মানবকণ্ঠ/এসআরএস