Image description

রাজবাড়ীর নলিয়া শ্যামামোহন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রাশিদা সুলতানার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। উপজেলা প্রশাসন প্রধান শিক্ষককে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে। এদিকে আন্দোলনের মুখে অসুস্থ হয়ে যাওয়া প্রধান শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানিয়েছে, বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া শ্যামামোহন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষিক রাশিদা সুলতানা স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের জন্য ছাত্র-ছাত্রীদের নিকট থেকে টাকা উত্তোলন করেন। কিন্তু তিনি অনুষ্ঠানটি না করে অর্থ নিজের কাছে রেখে দেন এবং গত বছরও প্রায় ৭৫ হাজার টাকা ছাত্র-ছাত্রীদের কাছ থেকে উত্তোলন করলেও কোনো অনুষ্ঠান করেননি। এ কারণে গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রধান শিক্ষক রাশিদা সুলতানার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়ম ও অপসারণের জন্য বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

অন্যদিকে বিষয়টি জানতে পেরে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান ওই প্রতিষ্ঠানের পরিস্থিতি নিয়ন্ত্রণে সহকারী কমিশনার (ভূমি) মো. এহশানুল হক শিপন, উপজেলার কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানাকে পাঠান।

তারা স্কুলের সব শিক্ষার্থীর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে তদন্তপূর্ব ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ওই সময় প্রধান শিক্ষক অসুস্থ হয়ে পড়লে তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
 
সহকারী কমিশনার (ভূমি) মো. এহশানুল হক শিপন জানান, শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশিদা সুলতানাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মো. মেহেদী হাসান মিলনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/এসআরএস