Image description

চাঁদপুরের কচুয়ায় ১৫ কেজি গাঁজাসহ মো. ইয়াছিন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানা পুলিশের অভিযানে তাকে আটক করা হয়।

আটক মো. ইয়াছিন  উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের ভূঁইয়ারা গ্রামের মো.মহিনের ছেলে।

থানা সূত্রে জানা যায়,  শুক্রবার সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এস.আই মো. রাশেদুদ জামানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ভূইয়ারা গ্রামে একটি বাড়ির গোয়াল ঘর থেকে ১৫ কেজি গাঁজা, ৫ বোতল ফেনসিডিল ও ২টি মদের বোতল উদ্ধার করে ইয়াছিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আব্দুল হালিম বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রজু করে মাদক ব্যবসায়ী ইয়াছিনকে কোর্টে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

মানবকণ্ঠ/এসআর