দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও এতিমকে নিয়ে ‘সবাই দেখবে কক্সবাজার’ শীর্ষক দুই রাত তিন দিনের জন্য ব্যতিক্রমী ভ্রমণের আয়োজন করেছে সামাজিক সংগঠন দুর্বার তারুণ্য ফাউন্ডেশন।
শনিবার (২৫ জানুয়ারি) ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর থেকে বাসে করে তাদের কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সব খরচ বহন করে দুর্বার তারুণ্য ফাউন্ডেশন।
ভ্রমণের দ্বিতীয় দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিক সোহাগ আরেফিন ও আবু আদিলের উপস্থাপনায় দুর্বার তারুণ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদের সভাপতিত্বে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন অগ্রগামী গ্রুপের চেয়ারম্যান গোলাম ফারুক মজনু।
আয়োজকদের পক্ষে মুহাম্মদ আবু আবিদ বলেন, এই প্রজেক্টের মাধ্যমে আমি সমাজকে একটি বার্তা দিতে চেয়েছি। আমরা তো কেবল একটি পথ দেখিয়ে গেলাম। কক্সবাজারে কেউ যদি পারিবারিকভাবে ঘুরতে আসেন, তাহলে বাসার বুয়া, দারোয়ান ও ড্রাইভারদের নিয়ে আসবেন। গ্রুপভিত্তিক এলে সাধ্য অনুযায়ী ৫-১০ জন সুবিধাবঞ্চিত বা এতিম শিশু নিয়ে আসবেন। এই কাজটুকু করলে আত্মিক একটি শান্তি আপনারা অনুভব করবেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন চৌধুরী, সাংবাদিক মো. মাসুদ, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারাপরিদর্শক আঁখি সুলতানা, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সমাজসেবক মুহাম্মদ আবুল কালাম আজাদ, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈশা প্রমুখ।
মানবকণ্ঠ/এসআরএস
Comments