টঢাকার সাভারের আশুলিয়ায় ৫ মাস পর ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৩ জনের পরিচয় শনাক্তে ও সুষ্ঠু তদন্তের জন্য আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার পৃথক স্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে তাদের লাশ উত্তোলন করা হয়।
নিহত ৩ জন হলেন, জাহিদুল ইসলাম সাগর, আস সাবুর ও আবুল হোসেন।
এই বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিক জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আশুলিয়ায় গুলিতে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে সুরতহালসহ ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে বেশ কয়েকজনের। এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও নিহতের পরিচয় শনাক্তে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহতদের লাশ কবর থেকে উত্তোলন করা হচ্ছে।
মরদেহগুলো উত্তোলন শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।
মানবকণ্ঠ/এসআর
Comments