রাজৈরে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
মাদারীপুরের রাজৈরে বাড়িতে যাওয়ার রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৮টা থেকে দুই ঘণ্টা ব্যাপী উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নরারকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে । এসংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে ।
স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৮টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নরারকান্দি গ্রামে বাড়িতে যাওয়ার রাস্তা নির্মাণকে কেন্দ্র করে আজাদ মোল্লা ও ওহাব শেখের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয় । এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় । দুই ঘণ্টা ব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫জন আহত হয় । পরে পুলিশ ও সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজৈর থানার ওসি মো. মাসুদ খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন শান্ত আছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে ।
মানবকণ্ঠ/এসআর
Comments