Image description

মাদারীপুরের রাজৈরে বাড়িতে যাওয়ার রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৮টা থেকে দুই ঘণ্টা ব্যাপী উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নরারকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে । এসংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে ।

স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৮টার দিকে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নরারকান্দি গ্রামে বাড়িতে যাওয়ার রাস্তা নির্মাণকে কেন্দ্র করে  আজাদ মোল্লা ও ওহাব শেখের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয় । এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় । দুই ঘণ্টা ব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫জন আহত হয় । পরে পুলিশ ও সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

রাজৈর থানার ওসি মো. মাসুদ খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন শান্ত আছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে ।

মানবকণ্ঠ/এসআর