পূর্ব শত্রুতার জেরে
বরিশালে নদী থেকে ট্রলার চালককে অপহরণের অভিযোগ
বরিশালে নদী পারাপার করার সময় মাহাবুল হাওলাদার নামে এক ট্রলার চালককে অপহরণের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামে বাবুগঞ্জ-উজিরপুর সন্ধ্যা নদী থেকে তাকে অপহরণ করা হয়েছে বলে জানায় স্থানীয়রা।
তিনি উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিমমুন্ডপাশা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাহাবুল হাওলাদার শিকারপুর খেয়াঘাটে নিয়মিত পারাপারের জন্য ট্রলার চালাতেন। ঘটনার দিন রাতে ৮ থেকে ১০ জন তরুণ ও কিশোর যাত্রী তার ট্রলারে ওঠে। ট্রলারটি নদীর মাঝখানে পৌঁছালে হঠাৎ চিৎকার শোনা যায়। তবে আশপাশে অন্য কোনো ট্রলার না থাকায় কেউ সাহায্য করতে আসেনি।
নদীর পাড়ে থাকা প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ধারণা পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন পরিবার।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস সালাম জানান, মাহাবুল হাওলাদারের নিখোঁজের বিষয়ে তাঁর পরিবার একটি সাধারণ ডায়েরি করেছে। উজিরপুর মডেল থানা পুলিশ ও বাবুগঞ্জ থানা পুলিশ যৌথ ভাবে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
মানবকণ্ঠ/এসআর
Comments