Image description

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন রাজশাহীর নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মাঈন উদ্দীন ও যুগ্ম সদস্য সচিব মো. হুমায়ুন কবির জীমকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) এটি এম আশেকুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ৩১ জানুয়ারি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রুয়েটের নিরাপত্তা কর্মকর্তা মো. জালাল উদ্দীন।

প্রাণ নাশের হুমকি পাওয়া মাঈন উদ্দিন রুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও মো. হুমায়ুন কবির জীম একই বিশ্ববিদ্যলয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ৩০ জানুয়ারি ‘Current Students of RUET’ নামের একটি ফেসবুক গ্রুপে সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ওই দুই সদস্যকে নিয়ে অপ্রীতিকর পোস্ট দেয় ‘Aawal Anfi’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে। পরে জামিউল ইসলাম অভিকে মেনশন করে আন্দোলনকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার ও ক্যাম্পাস ছাড়া করার ভয় ভীতি ও হুমকি দেয়। এ ঘটনার পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে।

এতে আরও বলা হয়, তারা রুয়েট প্রশাসনকে এ ব্যাপারে অবহিত করলে রুয়েট প্রশাসন বিভিন্নভাবে চেষ্টা করেও অপপ্রচারকারীর বা ভয়-ভীতি হুমকি প্রদানকারীর পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হয়। এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত না থাকায় আপাতত বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা প্রয়োজন। ভবিষ্যতে তথ্য উপাত্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য আবেদন করা হবে।

এ বিষয়ে মো. মাঈন উদ্দিন বলেন, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী মহানগরের কমিটি দেওয়াকে কেন্দ্র করে আমাদের এই হুমকি দেওয়া হয়েছে। হুমকি দাতা রুয়েটেরই শিক্ষার্থী বলে মনে করছি। এটা ছাত্রলীগ বা অন্য কোনো রাজনৈতিক সংগঠনের কেউ করে থাকতে পারে যারা আমাদের কাজ পছন্দ করছে না।

এ বিষয়ে জানার জন্য মো. জালাল উদ্দীনের ফোনে একাধিকবার কল করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

জিডির দায়িত্বপ্রাপ্ত এসআই এটি এম আশেকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জিডি অনলাইনে রেকর্ড করা হয়েছে। আমি হার্ড কপি এখনো হাতে পাইনি। এটা হাতে পেলে আমি কাজ শুরু করব।

মানবকণ্ঠ/আরএইচটি