Image description

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিহাব উদ্দিন (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার(২ ফেব্রুয়ারি) সকালে আলিয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার চাচাতো ভাই বোরহান (৩৫) গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, নবীনগর সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র শিহাব চাচাতো ভাইয়ের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাস্তার পাশের একটি গাছে তাদের মোটরসাইকেল ধাক্কা লাগে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বোরহানকে প্রাথমিক চিকিৎসার পর ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে পরিবারের সদস্যরা তাকে ঢাকায় নিয়ে যান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগার কারণে শিহাব নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, নিহতের পরিবার এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি।

মানবকণ্ঠ/এসআর