Image description

বান্দরবানের লামা থেকে সাত শ্রমিককে অপহরণ করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার সরই ইউনিয়নের কমলা বাগান এলাকার একটি খামারবাড়ি থেকে তাদের অপহরণ করা হয়।

স্থানীয়দের দাবি, কাঠ ব্যবসায়ীর কাছে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে স্থানীয় একটি গ্রুপ। দাবিকৃত চাঁদা না পেয়ে তারা শ্রমিকদের অপহরণ করেছে।

অপহৃতরা হলেন- মো. নুরু (৫০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) ও গাড়িচালক মো. জামাল (৩২)। অপর দুজনের নাম জানা যায়নি। কে বা কারা এই অপহরণ করেছে তা এখনও জানাতে পারিনি পুলিশ।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী অপহৃতদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

তিনি আরও বলেন, কাঠ ব্যবসায়ী মো. হেলালের তত্ত্বাবধানে জ্বালানি কাঠ সংগ্রহ করছেন শ্রমিকরা। এসময় তারা অপহরণের শিকার হন।

মানবকণ্ঠ/এসআরএস