Image description

দেশের পিতা যদি কাউকে বলতে হয় তবে তা শহীদ জিয়াউর রহমানকেই বলতে হবে বলে মন্তব্য করেছেন বরিশাল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ছাইফুল ইসলাম। শনিবার বিকেলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তির লক্ষ্যে বরিশালের আগৈলঝাড়া উপজেলা শ্রমিকদলের সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের পিতা যদি বলতে হয়, তাহলে শহীদ জিয়াউর রহমানকে বলতে হবে। কারণ, তিনি দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন। শহীদ জিয়া বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করেছেন। শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তান কারাগারে বন্দি ছিলেন। জিয়াউর রহমান যুদ্ধ করে তাকে (শেখ মুজিবুর রহমান) উদ্ধার করেছেন।

মো. ছাইফুল ইসলাম বলেন, আগামীর রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। আমাদের সেই লক্ষ্যে কাজ করতে হবে। দেশে ১২ কোটি ভোটার, তার ভেতর ৭ কোটি ভোটার শ্রমিক।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা শ্রমিক দল ভারপ্রাপ্ত সভাপতি মো. আ. হক ফরাজী। বিশেষ অতিথি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ছাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গৈলা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মো. আবুল হোসেন লাল্টু প্রমুখ।

মানবকণ্ঠ/এসআর